গত বছরের ঝালাপালা প্রকাশের দুঃসময়-স্মৃতি জেগে উঠছে এবারের কথা লেখবার প্রতিটি মুহূর্তে। করােনা নামক অতিমারীর আকস্মিক প্রাদুর্ভাবে বিশ্বজোড়া সমাজ জীবনে যে সংকট উপস্থিত, তার আঘাত শতবর্ষ পূর্বের ‘স্প্যানিশ ফু’-র কথা অনেকের মনে পড়েছিল—অবশ্য সে রােগের প্রভাব সারা বিশ্বময় এভাবে ছড়ায়নি—শুধু আমাদের ভারতবর্ষ কেন, জাপান ব্যতীত এশিয়া মহাদেশের অনেক দেশেই সে ভয়ানক রােগের করাল ছায়াপাত ঘটেনি। এবারে এই করাল-থাবা থেকে রক্ষা পেয়েছে কোন কোন দেশ তার পূর্ণ বিশ্লেষণ এখনও হয়নি, তবে একথা বলা যেতে পারে তেমন। সৌভাগ্যবান দেশের সংখ্যা ভূ-ত্বকে খুব বেশি হবে না। আর এই রােগ আমাদের দেশকে মৈত্রীর শৃঙ্খলে বেঁধে দিয়েছে। দ্রুত প্রতিষেধক টিকা আবিষ্কার এবং তার উৎপাদন ও প্রয়ােগ বহুগুণ বৃদ্ধি পেয়েছে। আর সুরক্ষার জন্য নাগরিকদের মধ্যে দায়িত্বশীলতাও বাড়ছে—ফলে প্রত্যাশা করা যায় তৃতীয় ঢেউ-এর প্রবণতা আমাদের উদ্ভাবিত প্রতিরােধ ক্ষমতাতেই প্রশমিত করা যাবে। করােনার আক্রমণে এক বছরে আমরা ঝালাপালার ঘনিষ্ঠ বেশ কিছু লেখক ও বন্ধুকে হারিয়েছি—তাঁদের স্মৃতির প্রতি আমাদের অন্তরের শ্রদ্ধা নিবেদন করি।
এই শঙ্কার ভেতরেই আসছে আমাদের জাতীয় জীবনের পরম আনন্দময় মুহূর্ত—দীর্ঘ পরাধীনতার শিকল-ছেড়া স্বাধীনতার প্ল্যাটিনাম জুবিলির দ্বারপ্রান্তে আমরা উপস্থিত হয়েছি। পরম শ্রদ্ধায়, পরম নিষ্ঠায়, পরম উদ্দীপনায় আমরা এ দিনটি উদ্যাপনে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সম্প্রীতির শপথ গ্রহণ করব। শতসহস্র শহীদের আত্মবলিদানের মূল্যে পাওয়া স্বাধীনতা কোনাে কারণেই সৌভ্রাতৃত্বের অমর্যাদা করে কালিমালিপ্ত করতে পারব না। এ বছর শিল্পগুরু অবনীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশতবর্ষ ও সত্যজিৎ রায়ের জন্ম-শতবর্ষ। অল্পকাল আগে সাহিত্যিক সন্তোষকুমার ঘােষের জন্মশতবর্ষ পেরিয়ে এসেছি। স্মরণে-শ্রদ্ধায় তাদের একটি করে গল্প এ সংখ্যায় প্রকাশ করা হল। সত্যজিৎ রায় ও সন্তোষকুমার ঘােষের গল্প পুনর্মুদ্রণে অনুমতি দেবার জন্য আমরা সন্দীপ রায় ও কাকলি চক্রবর্তীর কাছে কৃতজ্ঞ।
তাছাড়া রইল প্রতিষ্ঠিত এবং প্রতিষ্ঠা-অর্জনের পথে পা বাড়ানাে আমাদের বন্ধু প্রিয় সাহিত্যিকদের নানা জাতের, নানা জাতের, নানা স্বাদের গল্পচ্ছ।
করােনার প্রতিকুলতায় ছােটোদের ইস্কুলের কপাট বন্ধ, কোথাও কোথাও অনলাইন ক্লাশ চলছে।বান্ধবহীন তাদের মনে খুশির আমেজ ফোটাতে এখন বৃষ্টি-ধােওয়া নীল আকাশ, পদ্ম দীঘির কমল বন, বুকে ধানের ছড়া নিয়ে শ্যামল খেত আর কাশবনের হাওয়ার দোলায় খুশি খুশি গন্ধ। সেই খুশির হাটে ঝালাপালা বার্ষিকীর হাজিরা তােমাদের খুশি আরও বাড়াবে—এই প্রত্যাশা।
তােমরা আমাদের আদর নিও |